চন্দনাইশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে উপজেলা সদরস্থ কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা গোল্ডকাপে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১১-১০ গোলে হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের দুই খেলোয়াড় মো. রাহাত ও নীহারিকা ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কমিটির সদস্য মাস্টার আহসান ফারুক, মীর মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন চৌধুরী, শেখ টিপু চৌধুরী, আমজাদুল হক চৌধুরী দুলাল, আনছারুল হক, রবিউল হোসেন প্রমুখ।