দোহাজারী পৌরসদরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ। তার নাম মো. আলীম উদ্দীন পিয়ারো (৩৩)। সে রাউজান উপজেলার গহিরা ফাজিল মোহাম্মদ বাড়ি এলাকার মৃত হাজী মো. নুরুল আমিনের পুত্র। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাস্থ সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। এসময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারে (চট্টমেট্রো-গ-১১-২৭৪৩) তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ইয়াবা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার।