চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আহত ২

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারাস্থ জিহস ফকিরপাড়া এলাকায় বেড়াতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ শিক্ষার্থী নিহত ও অপর ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার তিন শিক্ষার্থী বেড়াতে যায় চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড জিহস ফরিকপাড়া এলাকায়। এ সময় পূর্বের ঘটনা জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার শাহেদুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত সাগর (১৬), একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল (১৮) এবং আলমগীর হোসেনে পুত্র এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি (২২)। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে কর্তৃব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন। এদিকে চমেক হাসপাতালে জাহিদুলকে মৃত ঘোষণার খবরটি এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ওই তিন শিক্ষার্থী হামলার শিকার হয়েছে বলে জানতে পেরেছেন তিনি।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী জানান, পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়ার তিন বন্ধু জিহস ফকিরপাড়া এলাকায় যাওয়ার পরপর তাদের ঘিরে ফেলে এবং পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। মূলত হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। এ সময় হামলাকারীরা ৩ জনকেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ পরে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর শিক্ষার্থী রায়হান হোসেন সানির অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ এখানো থানায় অভিযোগ দেয়নি। জড়িতদের আইনের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের টোল আদায়েও চীনা নির্মাণ কোম্পানি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করবেন না : প্রধানমন্ত্রী