চন্দনাইশে পুকুরে ডুবে মো. রিশাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে গাছবাড়িয়া এলাকার মো. রাশেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিশাদ সকালে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান ডা. রুশনী।