চন্দনাইশে পৃথক অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলায় সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফরিদ মিয়া (৪৫), মো. ফারুকুল ইসলাম (২৩) ও মো. কামাল উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে অভিযান চালিয়ে একটি চুরি মামলায় ২ বছরের সাজা ও ৬ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. ফরিদকে দক্ষিণ জোয়ারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার মহাজন ঘাটা এলাকায় অভিযান চালিয়ে মৃত কবির আহমদের পুত্র মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও চুরি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এছাড়া গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি মাদক মামলায় ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কামাল উদ্দীনকে গ্রেপ্তার করে। ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।