চন্দনাইশে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের দোহাজারীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কঙবাজারমুখী একটি পিকআপ ভ্যানে দেড় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জামালগঞ্জ থানার মৃত জহিরুল ইসলামের পুত্র মো. আরিফ (২২), গোপালগঞ্জের মোকছেদপুর থানার মৃত ছৈয়াব শেখের পুত্র মো. শামিম শেখ (৩১) এবং শেরপুরের মৃত আকতারুজ্জামানের পুত্র মো. মঞ্জু (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। অপরদিকে উপজেলার বরকল ইউনিয়নের সর্দারপাড়ায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মৃত বাদশা মিয়ার পুত্র ও জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার প্রকাশ পিচ্চি আনোয়ার (৩৫) এবং মাহমুদ হোসেনের পুত্র ও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. রায়হান (১৮)। গ্রেপ্তার অপর দুজন হলেন পূর্ব দোহাজারী এলাকার মো. শহিদুল ইসলামের পুত্র মো. সোহেল (২১) এবং শহিদুল ইসলাম (৪০)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।