চন্দনাইশে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জামায়াতের মিছিল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার খানহাট থেকে মিছিল বের হয়ে চট্টগ্রামকক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন তারা। পরে সংগঠনের পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীনের সভাপতিত্বে গাছবাড়িয়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতিব উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর জালাল উদ্দীন। উপজেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুন অর রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল খালেক নেজামী, নাজিম উদ্দীন, মোজাফ্‌ফর আহমদ, জসিম উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধকানু শাহ (রহ.)’র জীবন ও কর্ম শীর্ষক সেমিনার আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ