চন্দনাইশে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩টি ইটভাটায় অবৈধ উপায়ে মাটি সংগ্রহ এবং নানা অসঙ্গতি থাকায় ৩ লাখ টাকা করে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের একটি টিম এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
জানা যায়, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ উৎস থেকে মাটি সংগ্রহ এবং নানা অসঙ্গতি থাকার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন–২০১৩ (সংশোধিত – ২০১৯) এর ১৫(১) ধারায় ওই এলাকার মেসার্স আলী শাহ ব্রিকসের (এবিএন) আবদুল জব্বারকে ৩ লাখ টাকা, মেসার্স বার আউলিয়া ব্রিকস ম্যানুফেকচারারের (৫৫৫) মো. জাফর উল্লাহকে ৩ লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের (এমবিএম) আরাফাতুল হককে ৩ লাখ টাকাসহ মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনউদ্দীন ফয়সল। অভিযানে পরিবেশ অধিপ্তরের একটি টিম, চন্দনাইশ থানার একদল পুলিশ এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা সহযোগিতা করেন।