চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানে চন্দনাইশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২২। এ উপলক্ষে গত বুধবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলে আলোচনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, মৎস কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দীন, তথ্য কর্মকর্তা শাপলা খাতুন, ইউআরসি’র ইন্সট্রাকটর আকতার সানজিদা জাফর পপি, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকল লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, সৈকত দাশ ইমন, শহিদুল ইসলাম, খেলোয়াড়দের মধ্যে মো. আলাল, এনামুল হক চৌধুরী, মো. হোসেন, মিশকাত হোসেন দিপু, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম শিপন, সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুশফিক-তামিমের সামনে মাইলফলকের হাতছানি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এসএনও ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত