চন্দনাইশে ছয় পাহাড়ি সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী এলাকার পাহাড়ি অঞ্চল থেকে ৬ জন সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি টিম তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, ৩০ রাউন্ড এ্যামোনিশন, ৩টি চাপাতি উদ্ধার করা হয়।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, আমতলী এলাকার একটি পাহাড়ি অঞ্চলে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী অপহরণ ও হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করার অপতৎপরতা চালাচ্ছিল। এ সময় এলাকাবাসী চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। খবর পেয়ে দ্রুত সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে ৬ জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে। আটককৃতরা হল বান্দরবান জেলার ডলুপাড়া এলাকার মং চালু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), লুকু(৩৬), সুলাই মারমা (৩০), চাইসাও (৪০) এবং চাচিংপু মারমা (৩৮)

তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পাহাড়ি অঞ্চলে এলাকাবাসীকে মারধর, অপহরণ, চাঁদা আদায়সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। চন্দনাইশ থানায় তাদের নামে বেশকিছু অভিযোগ রয়েছে। আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি বলে দেশি কাপড় বিক্রি
পরবর্তী নিবন্ধমুরাদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার, যুবককে ১০ বছরের কারাদণ্ড