চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার ২ আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার রাতে পুলিশদল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চন্দনাইশ থানা এলাকা থেকে চুরি মামলার ২ আসামী কক্সবাজার জেলার পেকুয়া থানার সাবেক গুলদি এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার (৩৯) ও লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া হারপাড়া এলাকার জাগির হোসেনের ছেলে মোহাম্মদ পিয়ারু (৩২)কে গ্রেপ্তার করে।
একই রাতে পুলিশের অপরদল চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়া পাড়ার নজির আহম্মদের ছেলে জিআর মামলার ২ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. বাহার উদ্দিন (৩৫) ও উপজেলার দক্ষিণ বৈলতলী এলাকায় অভিযান চালিয়ে মৃত আফজল মিয়ার পুত্র মোহাম্মদ লোকমান মাস্টার(৭০)কে গ্রেপ্তার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, “গ্রেপ্তারকৃত আসামীদের আজ রবিবার (১১ অক্টোবর) আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।”