চন্দনাইশে রহিমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার বৈলতলী ইউনিয়নের ঘাটঘর এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত গৃহবধূ তিন সন্তানের জননী। তিনি ঘাটঘর এলাকার কাঠ ব্যবসায়ী জমির উদ্দীনের স্ত্রী। এদিকে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গেছে, ঝুলন্ত লাশটির পা মাটি সাথে লেগে ছিল। স্থানীয়ভাবে জানা যায়, বিগত ২০১০ সালে জমির উদ্দীনের সাথে রহিমা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৩টি সন্তান রয়েছে। গলায় রশি দিয়ে রহিমা বেগম আত্মহত্যা করেছে, এমন খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ঘটনারদিন বেলা ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শয়নকক্ষের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান জানান, লাশ ঝুলন্ত অবস্থায় থাকার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি।