চন্দনাইশে গুলিবিদ্ধ হওয়ার ৮ দিন পর কলেজ ছাত্রের মৃত্যু

নির্বাচনী সহিংসতা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:৫৭ অপরাহ্ণ

গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচন চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ৮ দিন পর এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ হাবিব (১৯)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি আজ রবিবার ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জানা যায়, চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব চন্দনাইশ মহাজনপাড়া এলাকার মো. আনোয়ারুল ইসলামের পুত্র মোহাম্মদ হাবিব গত ১৪ ফেব্রুয়ারি তার ভোট প্রদান শেষে দুপুরের দিকে পার্শ্ববর্তী ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আসেন।
এসময় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে হাবিব গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত হাবিব গাছবাড়িয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, “গত ১৪ ফেব্রুয়ারি গুরুতর আহত অবস্থায় হাবিবকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকাল ১০টায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৩২৭
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে একুশের চেতনা বিশ্বব্যাপী মানুষের হৃদয়ে ছড়ানো সম্ভব হয়েছে