সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রসার ঘটে ও উন্নতি হয়। যার ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পদ মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি সম্প্রতি চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বরকল ইউনিয়নের এতিমখানার ছাত্রদের মধ্যে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পাঠানদন্ডী সুন্নিয়া আলীম মাদ্রাসা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ কমর উদ্দিন সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী। শরফুদ্দিন চৌধুরী কাজল ও মাওলানা নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা এটিএম আবদুস সাত্তার। বক্তব্য রাখেন ফরিদুল আলম চৌধুরী, মো. তৌহিদুল আলম, আবুল বশর সিকদার, সাইফুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি ৭০ জন এতিম ছাত্রদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী।












