চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটছে উপজেলার কোথাও না কোথাও।
ইতিমধ্যে চোরেরদল বেশ কিছু এলাকা থেকে নলকূপের মাথা (উপরের অংশ) চুরি করে নিয়ে গেছে। এছাড়াও সুযোগ বুঝে চোরেরদল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বাসাবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামী মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনাও ঘটছে। গত এক সপ্তাহে উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকা থেকে ৪টি নলকূপের মাথা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, ব্যক্তিমালিকানা কিংবা জনস্বার্থে বসানো নলকুপের মাথা খুলে নিয়ে যাচ্ছে চোরচক্রের সদস্যরা। স্থানীয় বখাটে ছেলেরা নেশার টাকা জোগাড় করতে এসব চুরির কাজে জড়িয়ে পড়ছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
জানা যায়, গত ৭ মে (রবিবার) সন্ধ্যায় দোহাজারী–জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী দিপালী দাশের বাড়ির নলকূপের মাথা (উপরের অংশ) রাতের অন্ধকারে নিয়ে যায় চোরেরদল। এর আগে গত ৬ মে (শনিবার) রাতে একই এলাকার নিশান চৌধুরীর ১টি, গত ৫ মে (শুক্রবার) রাতে দোহাজারী জামিজুরী বৈদ্যভূমির ১টি এবং গত ১৪ এপ্রিল একই এলাকার চৌধুরী বাড়ির কানুন চৌধুরীর ১টিসহ বেশ কয়েকটি নলকূপের মাথা চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী গৌতম দাশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, নলকূপের মাথা চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে জামিজুরীতে একটি আশ্রমে চুরির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।