চন্দনাইশ থানা পুলিশ উপজেলার বদুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ২শ ইয়াবা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভুইয়ার
নেতৃত্বে পুলিশদল চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের বদুরপাড়া মাঝির পুকুরপাড়স্থ এলাকায় অবস্থান নেয়। এসময় কক্সবাজার সদর থানার ঈদগাঁও সেমাইয়ার বাড়ির মৃত জসিম উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৩) গাড়িতে উঠার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ২শ ইয়াবা উদ্ধার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার বলেন, ইয়াবাসহ ধৃত সাইফুল ইসলাম একজন পেশাদার ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।