চন্দনাইশে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে নারীকে ধর্ষণ

দুই সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঢুকে এক স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হওয়ার পর পুলিশ অভিযুক্ত ধর্ষক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গত ৮ আগস্ট রাতে হাশিমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পে। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ হাশিমপুর গুচ্ছ গ্রামের ননু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯), তার দুই সহযোগী একই গ্রামের নতুনপাড়ার মো. মোরশেদ আলম (৩২) ও মো. হাসান উদ্দিন সাকিবের (১৮) সহায়তায় ঐ নারীকে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিম ওই মহিলা গত ১৮ আগস্ট বাদি হয়ে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জাহাঙ্গীর ও তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, স্বামী পরিত্যক্তা ভিকটিম ওই মহিলা আশ্রয়ণ প্রকল্পের ঘরে তার দুই শিশু সন্তানকে নিয়ে বসবাস করেন। গত ৮ আগস্ট রাত ১২টা থেকে ৩টার মধ্যে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার অপর দুই সহযোগীর সহায়তায় তাকে ধর্ষণ করে। তাদের গ্রেপ্তার করে শনিবার (গতকাল) আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। একই সাথে ভিকটিম ওই মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২২% বাড়িতে এডিসের লার্ভা, মাঠে নেমেছে রাঙামাটি পৌরসভা
পরবর্তী নিবন্ধচলমান আন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে