চন্দনাইশে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা জয় পেয়েছে। তারা সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে পরাজিত করে। গতকাল রবিবার বিকেলে মুজিববর্ষ সিজেকেএস কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা (অনূর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্টের চন্দনাইশ ভেন্যুতে গাছবাড়ীয়া সরকারী কলেজ মাঠে আয়োজিত ৪র্থ খেলায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবল, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দীন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কান্তি পোর্দ্দার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দীন ভুইঁয়া, একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়, আবদুল মান্নান আজাদ, আমিনুল ইসলাম, এনামুল হক চৌধুরী, মো. আলাল, মোজাম্মেল হক, মো. শহিদুল ইসলাম প্রমুখ। খেলায় বিজয়ী দলের সায়েদ হাসান কাফি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।