চন্দনাইশের বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আবদুর রহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে নগরীর খুলশীস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে খুলশী থানা পুলিশ বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা রয়েছে।
৫ আগস্ট পরবর্তী শিবলী নোমান নামে একজন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আবদুর রহিম চেয়ারম্যানকে আসামি করা হয়। তাকে ওই মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।