চন্দনাইশের দক্ষিণ হাশিমপুরে জেলা পরিষদের উন্নয়নকাজ পরিদর্শন

‘সরকার প্রান্তিক এলাকার উন্নয়নে কাজ করছে’

| বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১:৪৮ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুরে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী ও স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ। দক্ষিণ হাশিমপুর ভাণ্ডারী পাড়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান আনছারী সড়কে ২ লক্ষ টাকা ব্যয়ে নালা ও নিয়ামত আলী সিকদার বাড়ীতে ১ লক্ষ টাকায় নালা নির্মাণ সম্পন্ন হয় এবং ছৈয়দাবাদ দক্ষিণ পাড়া সড়ক ৪ লক্ষ টাকায় সিসি ঢালাই করা হয়। উন্নয়ন কাজ পরিদর্শনকালে আ.লীগ নেতা শাখাওয়াত হোসেন শিবলী বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি আবু আহমদ জুনুর বদান্যতায় চন্দনাইশের প্রত্যন্ত এলাকায় ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। সরকার প্রান্তিক এলাকার প্রত্যেক জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নকাজে সহায়তা করার জন্য তিনি দক্ষিণ হাশিমপুর বাসীর প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাশিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাতবাড়ীয়া ইউনিয়ন আ.লীগ নেতা নাজিম উদ্দীন, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা নুরুল আমিন, স্থানীয় মেম্বার ফজলুল করিম জাহাঙ্গীর, ইসহাক মিয়া, যুবলীগ নেতা আব্বাস উদ্দীন খান সুপন, শহিদুল ইসলাম টিপু, সাদ্দাম হোসেন টিপু, আবদুল হামিদ, জাগের হোসেন, সাইফুল ইসলাম সুমন, সাকিল, মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীপ্তিময় বিশ্বাস অগ্রণী ব্যাংকের জিএম
পরবর্তী নিবন্ধশাহাদাতের মুক্তির দাবি ৪০নং ওয়ার্ড বিএনপির