নগরের চকবাজার চন্দনপুরা মাজারগলির একটি বাসায় চুরি ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘরের মালিক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফজালুর রহমান বাদী হয়ে চকবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২০ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, তিনি পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
১৮ সেপ্টেম্বর রাতে থাকা টেলিভিশন ও ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র নিয়ে গেছে। ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়। মামলায় আদিব কবির ও আরিফ কবিরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়।