চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলা টাইগার্সকে

আবুধাবী থেকে ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৫ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আগের দিনই ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলা টাইগার্স এবং টিম আবুধাবী দু’দলেরই। তাই গতকালের ম্যাচটা তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ধারণী হলেও অনেকটা নিয়ম রক্ষার। তাই সে ম্যাচে দু’দলই তাদের সেরা একাদশ নামায়নি। এক রকম রিজার্ভ বেঞ্চ পরখ করেছে। আর সে রিজার্ভ বেঞ্চ পরখের লড়াইয়ে স্বাগতিক টিম আবুধাবীর সাথে টাই করে চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশের দলটি। অথচ অনেক বড় স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে নেমেছিল বাংলা টাইগার্স। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে খেলা হয়নি দলটির। শেষ ম্যাচেও বেশ ভালই খেলছিল। কিন্তু সেটাও জেতা হলো না। ম্যাচ হয়েছে টাই। কিন্তু পয়েন্ট তালিকার হিসেবে এগিয়ে থাকায় তৃতীয় স্থান পেয়েছে স্বাগতিক টিম আবুধাবী। আর বাংলা টাইগার্স হলো চতুর্থ। টসে জিতে ব্যাট করতে নামা টিম আবুধাবী দ্বিতীয় বলেই উইকেট হারায়। এরপর ফিল সল্ট এবং লিভিংস্টোন মিলে ২৬ রান যোগ করে। ৭ বলে ২১ রান করা ফিল সল্টকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন সাবির রাও। এরপর লড়াইটা করেন কলিন ইনগ্রাম একাই। যদিও লিভিংস্টোন ১৮ বলে ১৯ রান করে কিছুটা সহায়তা দিয়েছে। তবে ইনগ্রাম করেছেন দারুন ব্যাটিং। ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তিনি। আর তাতেই টিম আবুধাবীর স্কোর দাড়ায় ৫ উইকেটে ৯৮। বাংলা টাইগার্সের পক্ষে ছয় বোলারের পাঁচ জনই নিয়েছেণ একটি করে উইকেট। কেবল কাইস আহমেদ উইকেট পাননি। ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাইকে হারায় বাংলা টাইগার্স। আফগান পেসার নাভিন উল হকের বলে উইকেট দিয়ে ফিরেন ৫ রান করা জাজাই। একই ওভারে রান আউট হয়ে ফিরেন জনসন চার্লস। ১১ বলে ১৭ রান করেন এই ওপেনার। শেষ ম্যাচেও ব্যর্থ হলেন আন্দ্রে ফ্লেচার। ড্যানিয়েলের বলে বোল্ড হন ৬ রান করা ফ্লেচার। হাত খোলে খেলার চেষ্টা করে ব্যর্থ হলেন উ্‌ইল জেকস। লিবিংস্টোননকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন জেকস। ফেরার আগে ১৪ বলে ২০ রান করেন জেকস। এরপর করিম জানাত এবং উইল স্মিড মিলে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। জয় থেকে যখন ৭ রান দুরে তখন ফিরেন করিম জানাত। ৯ বলে একটি চার এবং একটি ছক্কায় ১৭ রান করে ফিরেন করিম জানাত। অপরদিকে উইল স্মিড দলকে জয়ের কিনারায় নিয়ে গিয়েও শেষ পর্যন্ত জেতাতে পারলেননা।
শেষ ওভারে ৭ রান নিতে পারেনি স্মিড এবং কাইস আহমেদ। বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৯৮ রান সংগ্রহ করলে শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়ে যায়। বাংলা টাইগার্সের স্মিড অপরাজিত ছিলেন ১৩ বলে ২৫ রান করে।

পূর্ববর্তী নিবন্ধদল ঘোষণার একঘণ্টা পরই নিউজিল্যান্ড না যেতে চিঠি সাকিবের
পরবর্তী নিবন্ধনৌবাহিনীর টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত