চতুর্থ টিকার প্রয়োজন নেই : ব্রিটেন হাসপাতালে শিশুভর্তির রেকর্ড যুক্তরাষ্ট্রে

আজাদী ডেস্ক | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের ডেল্টা রূপ পেছনে ফেলে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সংক্রমণে প্রধান স্থান দখল করে নিয়েছে ওমিক্রন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাও। ইতোমধ্যে কোভিড-১৯ আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে সে দেশ। যুক্তরাষ্ট্রের করোনা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা সেন্টারস ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান রোচেল ওয়ালেনস্কি জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। ওই সময় থেকে শিশুদের আক্রান্ত হওয়ায় ঘটনা দ্রুত গতিতে বেড়েছে। তিনি বলেন, ১৪টি প্রদেশের ২৫০টি হাসপাতাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি দশ হাজার আক্রান্তের মধ্যে ৫ বছর বা তার কম বয়সী শিশু ৪ জন। ৫ থেকে ১৭ বছরের শিশু এবং কিশোর অন্তত ১ জন। টিকা নেয়ার বয়স হয়নি এমন শিশুদের আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ায় ঘটনা খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন তিনি। এদিকে সংক্রমণ বৃদ্ধির মাঝে যুক্তরাজ্য গতকাল জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা ঠেকাতে সতর্কতামূলক চতুর্থ টিকা (বুস্টার) দেয়ার প্রয়োজন পড়বে না।

পূর্ববর্তী নিবন্ধবনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন কিষোয়ান
পরবর্তী নিবন্ধগাড়িতে আটকা পড়ে ২২ পর্যটকের মৃত্যু