চট্টল সুরাঙ্গনের রবীন্দ্র- নজরুল জয়ন্তী

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুলএই স্লোগানে গত ৯ জুন জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে চট্টল সুরাঙ্গন আয়োজিত রবীন্দ্রনজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শিল্পী মুক্তা সরকারের সভাপতিত্বে এবং নাঈমুল হাসান ও লুবনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ। এতে অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, নজরুল সংস্থার সভাপতি জয়ন্তী লালা, সংগঠক রোসাঙ্গীর বাচ্চু, রিয়াজ ওয়ায়েজ, প্রবীর দত্ত সাজু। উপস্থিত ছিলেন নাট্যকার রবিউল আলম ও শিল্পী ইকবাল হায়দার। সংগীত শিল্পীদের মধ্যে ছিলেন তাপস চৌধুরী, হাসনাত জান্নাত মিকাত, ইকবাল পিন্টু, মুন্না ফারুক, শিল্পী দাস, প্রিয়া ভৌমিক, রায় নন্দিনী, সত্যজিৎ দাস, পুনম চৌধুরী প্রমুখ। আবৃত্তি শিল্পীদের মধ্যে ছিলেন কঙ্কন দাশ, মুবিনুল হক, মাহবুবা সুলতানা শিউলি, সালমা জাহান ও জাহাঙ্গীর আলম। নৃত্য পরিবেশনায় ছিলেন রাবেয়া জামান এঞ্জেলা ও পারমিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে গৃহবধূ ইয়াছমিন হত্যায় ঘাতক স্বামী জোবাইর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা