চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে ফের মশাল মিছিল-বিক্ষোভ

| শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে ফের মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। গতকাল কর্ণফুলী উপজেলার বাদামতল থেকে অনুষ্ঠিত এই মশাল মিছিল ও বিক্ষোভে অংশ নেয় শত শত নেতাকর্মী। সমাবেশে বক্তারা সরোয়ার জামালকে ‘তৃণমূলবিচ্ছিন্ন’ এবং ‘দলের বিপর্যয়ের কারণ’ বলে উল্লেখ করে মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানান। এর আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘীর মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করেন। তারা সরোয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করেন এবং ব্যানারুফেস্টুনে আগুন ধরান। মশাল মিছিলে অংশ নেয় বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউচুপ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মশাল মিছিলটি কর্ণফুলীর বাদামতল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কর্ণফুলী উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় প্রায় ২ঘন্টা সড়কে অবস্থান বিক্ষোভ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসু কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে আইটি ব্রিজের উদ্বোধন