চট্টগ্রাম-১১ আসন : বাবা নৌকার প্রার্থী, ছেলে স্বতন্ত্র

আজাদী অনলাইন | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন নিয়ে আলোচনা ও সমালোচনা থামছেই না। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ব্যবসায়ী এম আবদুল (এম এ) লতিফ।

এই একই আসন থেকে আব্দুল লতিফের ছেলে ব্যবসায়ী ওমর হাজ্জাজ প্রার্থী হিসেবে তার মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন। ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

মঙ্গলবার ২৮ নভেম্বর চেম্বার সভাপতি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, নৌকার প্রার্থীর সঙ্গে দলীয় নেতাকর্মীদের দ্বন্দ প্রকাশ্যে চলে এসেছে।

আবার একই ঘর থেকে দুই জন প্রার্থী হওয়া নিয়ে নগর আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে কানাঘুষা।

চট্টগ্রাম-১১ আসনে এখন পর্যন্ত ১৪ জন প্রার্থী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

লতিফ ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য। ২০০৮ সালে মনোনয়ন পাওয়ার আগে আওয়ামী লীগের রাজনীতিতে তাকে সক্রিয় থাকতে দেখা যায়নি। ২০১৩ সালে লতিফ নগর আওয়ামী লীগ কমিটির সদস্য পদ পান।

এবার ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।

বাবার আসনে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে ওমর হাজ্জাজ আজাদীকে বলেন, ‘ছোট থেকেই আমি মানুষের সঙ্গে চলি, বন্দর-পতেংগায় আমার জন্ম। এদের সঙ্গেই আমি দিন কাটাই। আমি তাদের সব থেকে ভালো করে জানি। আমিই তাদের সব থেকে বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবো, তাদের দাবি-দাওয়া আমিই ভালো জানি, অনুভব করি।’

তিনি বলেন, ‘আমার বাবা আমার প্রেরণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বতন্ত্র হিসেবে সবাই নির্বাচন করতে পারবেন, তাই আমিও মনোনয়ন নিয়েছি।’

ওমর বলেন, ‘আমি রাজনীতিতে সক্রিয় না কিন্তু আমার বাবা রাজনীতি করেন। মানুষের সেবা করেছেন সৎ থেকেই। ব্যবসায়ী হিসেবে আমি বিভিন্ন মানুষের সঙ্গে অনেক মিশেছি, আমার অভিজ্ঞতাও কম নয়। অনেকে সারা জীবন রাজনীতি করে এসেছে কিন্তু তাদের জীবনের লক্ষ্য কী? আমি ব্যবসায়ী কিন্তু আমজনতা।’

বাবার বিপক্ষে রাজনীতি করছেন না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনারী-শিশুসহ ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
পরবর্তী নিবন্ধআ.লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ভূমিমন্ত্রী জাবেদ