চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন এম. মনজুর আলম

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম১০ নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা সাহিনা সুলতানার নিকট থেকে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ছেলে মোহাম্মদ নিজামুল আলম তার পিতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপক মাসুদুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর নগরীর মনছুরাবাদে সর্বস্তরের নাগরিকদের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। মতবিনিময়ে তিনি বলেন, আগ্রাবাদ আমার বাপদাদার এবং আমার জন্মস্থান। আমাদের বংশ অলিআউলিয়ার বংশ। আমার পিতা একজন কামিলিয়ান ছিলেন। দরবারে মুসাবিয়ার তিনি মুরিদ ছিলেন। আমরা জন্মসূত্রে মানবসেবায় নিয়োজিত। আমাদের সেবার পরিধি ব্যাপক। ধর্মীয়ভাবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থানের মাধ্যমে মানবসেবা ছাড়াও কলেজ, স্কুল, দাতব্য চিকিৎসালয় পরিচালনাসহ বহুমাত্রিক সেবা চলমান।

সাবেক মেয়র বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেয়ার মূল লক্ষ্য হলো মানবসেবা। তিনি সকলকে তার সেবাধর্মী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে সমর্থন জানিয়ে অভিমত ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধজলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর