চট্টগ্রাম হালকা মোটরযান চালক–শ্রমিক ইউনিয়নের এক সভা শুক্রবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন এবং তাকে সংগঠনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মোঃ জসিম উদ্দিন, হাজ্বী আবু ফয়েজ, ইয়াছিন মিয়াজি ও সামসুল ইসলাম আরজু।
এছাড়া আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক মোঃ শাহীন, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, ক্রিড়া সম্পাদক মোঃ ইমাম হোসেন মাসুদ। সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, ওয়াজেদ আলী ওমর, মোঃ সেলিম, আব্বাস হাওলাদার, মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিট, স্ট্যান্ড এবং ইউনিয়নের সাধারণ সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।











