চট্টগ্রাম স্টীল রি-রোলিং মিলস ওনার্স এসোসিয়েশনের সভা

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টীল রি-রোলিং মিলস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের এক সাধারণ সভা গত ২৭ জানুয়ারি সংগঠনের সহ-সভাপতি মাস্টার এম এ কাশেমের সভাপতিত্বে কাজী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় আগামী (২০২২-২০২৪) বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাম্প্রতিককালে চট্টগ্রামের ইস্পাত শিল্প সমূহের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস, বিদ্যুৎ, ভ্যাট ও পরিবেশ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়াও সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা এবং সংগঠনকে অর্থবহ হিসেবে গড়ে তোলার জন্য সকল সদস্যদের এগিয়ে আসার আহবান করা হয়। উক্ত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবীব মহিউদ্দিন, অর্থ সম্পাদক আহাম্মদ লাল মিয়া, নির্বাহী সদস্য এম এ মোতালেব, মোহাং ইমরুল কায়েস (বিএসআরএম) ছাড়াও অন্যান্য অতিথি সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে হবে বঙ্গমাতা বৃদ্ধাশ্রম ও সায়মা ওয়াজেদ অটিস্টিক হোম
পরবর্তী নিবন্ধএম আলী আজগর চৌধুরী জনকল্যাণে কাজ করে গেছেন