চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ

| সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

জুলাইআগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল রোববার সম্মেলন কক্ষে দুপুর অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসাইন, ডা. রেজাউল করিম, ডা. মো. ইউসুফ, ডা. মো. ইরফান, ডা. মুবিন, প্রকৌশলী রিজিয়া সুলতানা ও প্রকৌশলী মনি কুমার শর্মা। জেলার ১৫ উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারবর্গ, আহত জুলাই যোদ্ধাগণ, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা প্রদানকারী বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাইআগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ডা. ইরফান চৌধুরী।প্রধান অতিথি জুলাইআগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন দেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, এ আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইনজুরিতে পড়ে শুরুতেই মাঠ ছাড়লেন মেসি