রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সভা গতকাল শনিবার চিটাগং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান এমএ সালাম। সভায় আসন্ন তৃতীয় সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প–২৫ ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকী মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য ডা. রাকিব উল্লাহ, এইচএম সালাহউদ্দিন, নিজাম উল আলম খান, মো. মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ জিয়াউল হক, সালাহ উদ্দিন সাহেদ, মোহাম্মদ এনামুল হক ও আ.ন.ম তামজীদ। প্রেস বিজ্ঞপ্তি।