চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৩.২৪ কোটি টাকা। ১,৬২০ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৭৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,০২৩.৫১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৪১.৫৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৮.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১, ৯০২.৪৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৯,৫৮১.৮২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৮৩.৮১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, দাম কমেছে ১৩৫টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।