চট্টগ্রাম সরকারি সিটি কলেজে বাণী অর্চনা উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতা গত বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক উৎপল চন্দ্র শীলের সভাপতিত্বে ও প্রভাষক এডিসন কান্তি দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত।
বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. মেহেদী হাছান। বিচারক ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক অনুক্ষী খাস্তগীর, সহকারি অধ্যাপক উত্তরা রাণী ভৌমিক, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক আজম মুহাম্মদ আনোয়ার সাদাত, শিক্ষক ক্লাব সম্পাদক প্রভাষক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বাণী অর্চনা পরিষদের সম্পাদক অভিমিত্র রাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সুদীপা দত্ত বলেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সরস্বতী পূজাকে সফল করবে। প্রকৃতপক্ষে জ্ঞানই শক্তি। শিক্ষার্থীরা কলেজে শিক্ষার পাশাপাশি ধর্ম ও নৈতিক শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রেস বিজ্ঞপ্তি।