শিশু একাডেমির চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানার অবসর জনিত বিদায় ও নবাগত কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমির আরবী প্রশিক্ষক হাফেজ মো. আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নারগীস সুলতানা, নবাগত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা, সাংবাদিক রনজিত কুমার শীল, ফেনী শিল্পতীর্থ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হুমায়ুন মজুমদার, কুমকুম বড়ুয়া, মো. আবদুল খালেক, মো. আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা নারগীস সুলতানা শিশু একাডেমিকে শিশুবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। নবাগত কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা শিশু একাডেমির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।