চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শিশু ও শিক্ষক দিবসের আলোচনা সভা

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ফুলের হাসি ফাউন্ডেশন ও ন্যাশনাল কালচার একাডেমির যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস, শিক্ষক দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যশনাল কালচারাল একাডেমির নির্বাহী পরিচালক আদিবা ওয়াদুদ ফুলের হাসি ফাউন্ডেশনের পরিচালক তসলিম হাসানের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বিশিষ্ট লেখক, সাংবাদিক উসমান গনি মনসুর ও প্রফেসর ডক্টর সানাউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিস কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনী মনসুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল কায়েস চৌধুরী, আবু তাহের চৌধুরী, ক্যাপ্টেন মহসিন আলম, ক্যাপ্টেন সাঈদুল ইসলাম সাইদ, বিশিষ্ট কবি সাহিত্যিক ও সংগঠক শাওন পান্থ, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, উত্তম কুমার আচার্য, কুতুব উদ্দিন বখতিয়ার সহ আরো অনেকেই। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ছিলো, সুবিধা বঞ্চিত শিশু ও শিক্ষকদের সম্মাননা। চট্টগ্রাম থেকে কিংবদন্তী ১০ জন শিক্ষককে বাছাই করে সম্মানিত করা হয়। শিক্ষক হলেন, অধ্যক্ষ মো: হামিদ হোসাইন, রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা, উত্তম কুমার আচার্য, প্রফেসর ডক্টর মুহাম্মদ সানাউল্লাহ, পারভীন আক্তার, লায়ন মুহাম্মদ মুজিবুর রহমান, জিনাত আরা বেগম, অধ্যাক্ষ আয়েসা খাতুন, কামরুল কায়েস চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক। তাদের সম্মান করা এবং তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ আমাদের উন্নতির মূল ভিত্তি। জাহিদুল করিম কচি বলেন, শিক্ষকের সম্মান: শ্রদ্ধা, মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব, শিক্ষক শুধু একটি পেশার প্রতীক নন, বরং তিনি মানুষের জীবন গঠনের প্রধান ভিত্তি, একটি জাতির উন্নতির অন্যতম স্তম্ভ। পৃথিবীর প্রায় সকল সংস্কৃতিতেই শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ স্থানে অবস্থান করে। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন আমাদের সংস্কৃতি ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। সভাপতি তার বক্তব্য বলেন, ন্যাশনাল কালচারাল একাডেমি ও ফুলের হাসি ফাউন্ডেশনের এই আয়োজনের ধারাবাহিকতা চলবে, সবাই এভাবে এগিয়ে আসলে শিক্ষক ও শিশু নির্যাতন বন্ধ হবে। সম্মানিত হবেন শিক্ষকরা সমাজের মানুষের কাছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানা আয়োজনে সিভাসুতে বিশ্ব ডিম দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধসাহিত্য চর্চা সৃজনশীলতা ও কল্পনাকে উৎসাহিত করে