চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচন প্রসঙ্গ

আ ফ ম মোদাচ্ছের আলী | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

আগামী ৮ জুন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির দ্বিতীয় নির্বাচন। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীর শিল্পসংস্কৃতির প্রাণকেন্দ্র এটি। একজন সাধারণ সম্পাদক, দুজন সহ সভাপতি, দুজন যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন সদস্য নির্বাচিত করবেন ৫৪৩জন ভোটার। পদাধিকার বলে এই কমিটির সভাপতি চট্টগ্রামের জেলা প্রশাসক। পদাধিকার বলে তিনি সিজেকেএস সহ আরো কিছু সংগঠনের অধিকর্তা। গেল সিজেকেএস নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচনে সিংগেল ভোট বাতিল করা হয়। কিন্ত গেলবার শিল্পকলা একাডেমির নির্বাচনে সিংগেল ভোটের প্রচলন থাকায় অনেক যোগ্য প্রার্থী বিজয় লাভ করতে পারেননি। বিষয় হলো একজন ভোটার ভোট কেন্দ্রে যাবেন নির্দিষ্ট মেয়াদের জন্য শিল্পসাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃত্ব নির্বাচন করতে। সেক্ষেত্রে যেখানে তিনজন বা দুজনকে নির্বাচিত করতে হবে সেক্ষেত্রে একজনকে ভোট দিয়ে আসার অর্থই হচ্ছে শিল্পকলা একাডেমির কাঠামোকে অগ্রাহ্য করা। তাই আমি প্রত্যাশা করবো চট্টগ্রামের জেলা প্রশাসক এবারের শিল্পকলা একাডেমির নির্বাচনে সিজেকেএস এর ন্যায় একক (সিংগেল) ভোট বাতিল করবেন। সকলের মঙ্গল হোক।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়মিত ট্রেন সার্ভিস চালু করা হোক
পরবর্তী নিবন্ধস্বপ্নে তুমি