সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি দল গতকাল বুধবার ফুলেল শুভেচ্ছা জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহম্মদকে। সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি দলে ছিলেন সাউথপয়েন্ট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার মিসবাহুল মুনির, প্রিন্সিপাল প্রফেসর আবু তাহের, ভাইস প্রিন্সিপাল (কলেজ) নুরুল আমিন এবং ভাইস প্রিন্সিপাল (স্কুল) সাদিয়া শারমিন। শুভেচ্ছা বিনিময় সভায় পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলটি সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সদ্য প্রকাশিত ম্যাগাজিন ‘লুমিনেয়ার’ এর কপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। তিনি সাউথপয়েন্ট স্কুলের ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।