চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিবের বিরুদ্ধে শাস্তির ৪ চিঠি মন্ত্রণালয়ের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের নিজ ছেলে নক্ষত্র দেব নাথের ফলাফল জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে শাস্তির চারটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সাবেক এই সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ও উপসচিব এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এসব চিঠি পাঠানো হয়। গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদার স্বাক্ষরিত পৃথক পৃথক চারটি চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৪ আগস্ট নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির তদন্ত প্রতিবেদন জমা পড়ে। প্রতিবেদন জমা হওয়ার দেড় মাস পর ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, মন্ত্রণালয় থেকে চারটি চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে ওএসডি করবে মন্ত্রণালয়। আর ফলাফল জালিয়াতির জন্য ফৌজদারি মামলা করার জন্য শিক্ষাবোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ডে সাবেক ভূমিমন্ত্রীর ৩৬০ বিলাসবহুল বাড়ি
পরবর্তী নিবন্ধসিআইইউর নতুন উপাচার্য প্রফেসর নুরুল আবছার