চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে বদলি, যুক্ত হচ্ছেন দুইজন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের স্থলে দুইজন কর্মকর্তা নতুন করে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম শিক্ষবোর্ডে। বদলিকৃতদের মধ্যে দুজন হিসাব শাখার কর্মকতা, একজন সহকারী সচিব এবং অন্য দুজন বিদ্যালয় শাখার কর্মকর্তা। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম (সরকারি কলেজ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। বদলিকৃতদের মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলিকে বদলি করা হয়েছে দিনাজপুর সরকারি কলেজে। ওই পদে আসছেন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক আবুল কাশেম। বোর্ডের হিসাব ও নিরীক্ষা শাখার উপপরিচালক প্রফেসর মোহাম্মদ এমদাদ হোসাইনকে বদলি করা হয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজে। হিসাবরক্ষণ কর্মকর্তা জিকু দত্তকে বদলি করা হয়েছে গাইবান্ধার পলাশবাড়ি সরকারি কলেজে। তার জায়গায় আসছেন রাঙামাটি সরকারি মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক মো. ওয়াসিম হাসান। এছাড়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসারকে বদলি করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে এবং বোর্ডের সহকারী সচিব () সম্পা তালুকদারকে বদলি করা হয়েছে গাইবান্ধা সরকারি কলেজে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৮ এপ্রিলের মধ্যে তারা বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

পূর্ববর্তী নিবন্ধবস্তায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেল ব্যবসায়ীকে
পরবর্তী নিবন্ধদক্ষিণ রাউজানে যুবদল কর্মী খুন