চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ইংরেজি ২য়পত্রে অনুপস্থিত ১ হাজার ৪৪০ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

এসএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলায় ১ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শতকরা এক দশমিক ১১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার এসএসসিতে অনুপস্থিতদের মধ্যে চট্টগ্রামের ৮৮১ জন, কক্সবাজারে ২২৩, রাঙামাটিতে ৯০, খাগড়াছড়িতে ১৭১ ও বান্দরবানে ৭৫ জন পরীক্ষার্থী ছিল।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল ১ লাখ ২৯ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ১ লাখ ২৭ হাজার ৭৫৯ জন। এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯১ হাজার ৬০৯ জন। কক্সবাজারের ৩১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫৩৩ জন, রাঙামাটির ২১টি কেন্দ্রের ৬ হাজার ৫৯৩ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে অংশ নেয় ৬ হাজার ৮২৬ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৪ হাজার ১৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এসএসসি পরীক্ষার তৃতীয়দিন ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় পাঁচ জেলায় অনুপস্থিত ছিল ১ হাজার ৪৪০ জন শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রাইমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাউজানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা