চট্টগ্রাম শহরকে ক্লিন গ্রীন হেলদি সিটি করতে একতার প্রয়োজন : চসিক মেয়র

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিকের ৪১টি ওয়ার্ডকে ‘ক্লিন, গ্রিন ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে হলে সকলের ঐক্য ও একতার প্রয়োজন। তিনি বলেন, হেলদি সিটির পাশাপাশি ৪১টি ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠায় তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মেয়র দৃঢ়তার সঙ্গে বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে চট্টগ্রাম শহরে সবকিছু অর্জন করা সম্ভব।

গত ৪ অক্টোবর শনিবার চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারে ‘পরিবর্তন’ শ্রীশ্রী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘পরিবর্তন’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি দীপক কুমার পালিত।

ট্রাস্টি দীপক কুমার পালিত তাঁর ৫৪ বছরের জীবনে এমন সুন্দর ও সুষ্ঠু পূজা দেখেননি বলে জানান। তিনি বলেন, দুর্গাপূজার পরপরই চট্টগ্রামের প্রথম বিজয়া সম্মিলন করলো ‘পরিবর্তন’। তিনি সংগঠনটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, ধর্ম মন্ত্রণালয় গত বছর দুর্গাপূজায় ৪ কোটি টাকার অনুদান দিলেও, এ বছর তা বাড়িয়ে ৫ কোটি টাকার অনুদান দিয়েছে।

সাংস্কৃতিক সংগঠক টুুনটু দাশ বিজয়ের উপস্থাপনায়, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘পরিবর্তন’ সংগঠনের সভাপতি সুনীল শীল ও সাধারণ সম্পাদক যীশু শীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আন্তজার্তিক বিষয়ক সম্পাদক সৈয়দ নেছার উদ্দিন বুলু, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অর্পণ ব্যাণাজী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিলন শর্মা, বাজুস চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রণব ধর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জুয়েল চক্রবর্তী।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন নাছিম, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, ‘পরিবর্তন’-এর পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. নাজিবুল হাসান রাজীব এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ‘প্রণাম ব্যান্ড’ ভক্তি, ভালোবাসা ও মানবতার আহ্বান নিয়ে ধর্মীয় সংগীত পরিবেশন করে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা টানেলে বাস উল্টে আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অপহৃত শিশু কুমিল্লা থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার