চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গতকাল সম্পন্ন হয়েছে। মহসিন কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিব রহমত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার সাবেক উপসচিব মো. গোলাম হোসেন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ–উপাধ্যক্ষ মো. সিকান্দার, শিক্ষক মো. শামীম উদ্দিন, রেহেনা বেগম, সাঈদা ইয়াসমিন, ইয়াসমিন আকতার, ইবনে সফি হুসনা, নুসরাত জাহান, এ এস এম ফরহাদ ও মো. হুমায়ুন। প্রেস বিজ্ঞপ্তি।