চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর সকালে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়। এ উপলক্ষে ক্লাব মিলনায়তনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী মিসেস খালেদা আউয়াল। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় নাতে রাসুল (সা.) পাঠ ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সদস্য রেহেনা আকতার করিম।
দোয়া ও মুনাজাতে অংশ নেন ক্লাব উপদেষ্টা ড. জয়নাব বেগম, সাবেক সভানেত্রী জিনাত আজম, সহ সভানেত্রী পারভিন জালাল, সহ সভানেত্রী সাবিহা মুসা, সহ সভানেত্রী পারভিন চৌধুরী, সহ সম্পাদিকা মিনু আলম, সহ সম্পাদিকা আক্তার বানু ফ্যান্সী, কোষাধ্যক্ষা সৈয়দা শামীম কাদের সুরমা, সহ কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আকতার বারী, সহ সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা আহাদ, সহ সাংগঠনিক সম্পাদিকা রুহি মোস্তফা, সদস্যা প্রফেসর সালমা রহমান, ফরিদা ফরহাদ, সালমা সাদেক, মুনিরা হুসনা, সাকেরা সাদেক, মাইনু নিজাম, সদস্যা ডা. আরীফা চৌধুরী, মরিয়ম বেগম মিনা, ফেরদৌসী আরা বেগম, হাজেরা আলম মুন্নী, আশরাফুন্নেসা, মর্জিনা আখতার, রোকেয়া চৌধুরী, সাহানা আখতার বীথি, লায়লা ইব্রাহিম বানু, নাজনীন আরা, আলেয়া চৌধুরী প্রমুখ। অতিথিদের মধ্যে ছিলেন মনোয়ারা বেগম, মোৎমাইন্না চৌধুরী, মিসেস মোহন ও তার কন্যা।
মিলাদ মাহফিলে আলোচকরা বলেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এর শুভাগমন মানবজাতির মুক্তির বড় উপলক্ষ। তিনি বিশ্বমানবতার মুক্তির পথপ্রদর্শক হিসেবে পৃথিবীতে এসেছিলেন। নবীজির (সা.) কর্মজীবন ও আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাঁর চরিত্র ও আদর্শেই নিহিত ইহকাল ও পরকালের মুক্তি। তাঁকে অনুসরণ ও অনুকরণ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।