চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় এবং সভানেত্রী খালেদা আউয়ালের সভাপতিত্বে সভায় অংশ নেন, প্রাক্তন সভানেত্রী জিনাত আজম, সহসভানেত্রী পারভিন জালাল, সহসভানেত্রী পারভিন চৌধুরী, সহসম্পাদিকা মিনু আলম, কোষাধ্যক্ষ সৈয়দা শামীম কাদের সুরমা, সহকোষাধ্যক্ষা কোহিনুর হোসাইন, সহকোষাধ্যক্ষ ডা. হাফসা সালেহ, সাংগঠনিক সম্পাদিকা রোকেয়া আক্তার বারী, সহসাংগঠনিক সম্পাদিকা রোকসানা আকতার চৌধুরী, সদস্যা নাছিমা শওকত, আফরোজা নাজিম মায়া, মরিয়ম বেগম মিনা, আশরাফুন্নেসা, মেহের আফরোজ হাসিনা, ফরিদা ফরহাদ, রওশন আক্তার, প্রফেসর সালমা রহমান, রেহানা আকতার করিম, সালমা সাদেক, সাকেরা সাদেক, রিজিয়া আকবর খোন্দকার, খালেদা আক্তার চৌধুরী, মুনিরা হুসনা, সেলিনা আকতার, মাইনু নিজাম, লায়লা ইব্রাহিম বানু, সাবিহা হক, শাহরিয়ার ফারজানা, কাজী তুহিনা আক্তার, রোকেয়া চৌধুরী, হাজেরা আলম মুন্নী, সুলতানা নুরজাহান রোজী, নাজমা সাইদা বেগম, শাহেদা আখতার নাসরীন, মর্জিনা আখতার, রোকেয়া আহমেদ, মনোয়ারা আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ