চট্টগ্রাম লেখিকা সংঘের মাসিক সাহিত্য সভা অধ্যাপিকা সালমা রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিনাত আজমের সঞ্চালনায় লেডিজ ক্লাব মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে গান কবিতা ও কথামালায় অংশ নেন কবি ফরিদা ফরহাদ, পারভিন জালাল, অধ্যাপিকা আয়েশা পারভীন, মর্জিনা আখতার, জেবারুত সাফিনা, কোহিনূর শাকি, রুমি চৌধুরী, সৈয়দা সেলিমা আক্তার, নুসরাত সুলতানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।