চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের আগামী ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্ণিং বডির সভা গতকাল বুধবার সিএলএফ কমপ্লেঙের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।
সভায় লায়ন এ.এস.এম নাসির উদ্দিন চৌধুরী, লায়ন অ্যাড. নুরুল ইসলাম, লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, লায়ন এস.এম.আবু তৈয়ব, লায়ন অঞ্জন শেখর দাশ কে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের আগামী ২০২৫ ও ২০২৬ মেয়াদের গভর্ণিং বডির জন্য সদস্য মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন কোহিনুর কামাল, ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্ণরবৃন্দের মধ্যে ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.এ. মালেক, ফাউন্ডেশনের প্রাক্তন ভাইস– চেয়ারম্যান লায়ন আলহাজ রফিক উদ্দিন আহমেদ, ফাউন্ডেশনের ভাইস– চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, লায়ন মোহাম্মদ কবিরউদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












