চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ মেয়াদের গভর্নিং বডির ৭ম সভা সিএলএফ কমপ্লেক্সের লায়ন তাহের উদ্দিন মেমোরিয়াল হলে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালে আগত রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান ও ইনস্টিটিউটের সেবার পরিধি বর্ধিত করনে গুরুত্বপূর্ণ কর্ম পরিকল্পনা গৃহীত হয়। সভায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও প্রদত্ত মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং হাসপাতালের সেবাকে আরো উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। সভায় প্রাক্তন জেলা গভর্নর ও ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন এম.এ. মালেক, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস সভায় উপস্থিত থেকে ফাউন্ডশনের প্রকল্প সমূহের উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ফাউন্ডেশনের পক্ষে সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস. জোহা চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু বক্তব্য প্রদান করেন। বক্তব্য রাখেন লায়ন এ কে.এম. শফিউল্লাহ, লায়ন মো. রোসাঙ্গীর বাচ্চু, লায়ন তারেক কামাল, লায়ন হাবিবুর রহমান, লায়ন মো. আলী চৌধুরী, লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, লায়ন সুলতানা নুরজাহান রোজী। শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত বছরগুলোর ন্যায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।