চট্টগ্রাম রেল স্টেশনে সাত দফা দাবিতে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম রেল স্টেশনের সংস্কার, যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান, যাত্রী হেনস্তা রোধ ও স্টেশনের এলাকায় মাদকজুয়ার আড্ডা বন্ধসহ সাত দফা দাবিতে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় মানববন্ধন করেছে সাধারণ ছাত্রসমাজ।

গতকাল চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনাসহ অনিয়মদুর্নীতি ও টিকিট কালোবাজারীদের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ডসহ সাধারণ ছাত্রসমাজ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৭ দফা দাবিরগুলো হল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সংস্কার, যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান, কর্তৃপক্ষ দ্বারা যাত্রী হেনস্তা ও দুর্ব্যবহার রোধ, ‘টিকেট যার, ভ্রমণ তার’ বাস্তবায়ন, বিনা টিকিটে ভ্রমণ রোধ, টিকেট ছাড়া প্লাটফর্মে যাতায়াত নিষিদ্ধ করা, যাত্রী চলাচলের সুবিধার্থে প্লাটফর্মের ফুটওভার ব্রিজের গেট খুলে দেয়া, স্টেশন এলাকায় চুরি ছিনতাই রোধে ২৪ ঘণ্টা পুলিশী টহল, রেলওয়ে থানাসহ রেল স্টেশন এলাকার সংস্কার, সৌন্দর্য্য বর্ধন ও পরিষ্কার করা, রেল স্টেশনের এলাকায় মাদক ক্রয়বিক্রয়, জুয়ার আড্ডা ও পতিতাবৃত্তি বন্ধ করা, চট্টগ্রাম রেল স্টেশনের সংলগ্ন অবৈধ দোকানপাট, দখলদার উচ্ছেদ, ব্ল্যাক টিকেট বিক্রেতাদের সহায়তাকারী রেলওয়ে কর্মকর্তাকর্মচারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধনুরু খুনের ঘটনায় জড়িত কেউ রেহাই পাবে না