চট্টগ্রাম রেল স্টেশনে শান্টিং ইঞ্জিনে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেসের রেক আনার সময় একটি শান্টিং ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে চট্টগ্রাম রেল স্টেশনে রেলওয়ের অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে ১৫২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি আজাদীকে বলেন, স্টেশনে ট্রেনের রেক আনানেওয়ার জন্য কিছু ইঞ্জিন দাঁড়ানো অবস্থায় থাকে। এগুলো হলো শান্টিং ইঞ্জিন। মার্শাল ইয়ার্ড থেকে মেঘনা এক্সপ্রেসের একটি রেক নিয়ে স্টেশনে আসছিল ২২০৪ নম্বর শান্টিং ইঞ্জিনটি। স্টেশনে পৌঁছাতেই হঠাৎ ইঞ্জিনের ভেতর আগুন ধরে যায়। তবে ১৫২০ মিনিটের মধ্যে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ইঞ্জিনগুলো ৫০ বছরের পুরোনো।

পূর্ববর্তী নিবন্ধধুঁকে ধুঁকে চলছে রেলের পাহাড়তলী ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধএক মণ ওজনের ক্যাশ ভল্ট কাঁধে করে নিয়ে গেল চোর