চট্টগ্রাম যুববিদ্রোহ দিবস উপলক্ষে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে জে.এম সেন হল প্রাঙ্গনে গত ১৮ এপ্রিল বিপ্লবী মাস্টারদা সূর্যসেন ও সঙ্গীয় বিপ্লবীদের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, অথর্ সম্পাদক তপন ভট্টচার্য্য সেবক পাল, রণবীর নন্দী, সুচিত্রা নন্দী, মো. জোবায়ের, অনিক বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে এই বাংলার কিশোর ও তরুনরা অপ্রতিরোধ্য সফল বিদ্রোহ সম্পন্ন করেছিলেন। এই চট্টগ্রাম যুববিদ্রোহ আমাদের ইতিহাসের গৌরবোজ্জল অংশ। চট্টগ্রাম যুববিদ্রোহের পথ ধরেই স্বাধীনতা অর্জিত হলেও এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের কোন উদ্যোগ এখনো নেয়া হয়নি। বক্তারা চট্টগ্রাম যুববিদ্রোহ দিবসকে রাষ্ট্রীয় দিবস ঘোষণার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।